যে লেখায় কেবল কলম থাকে
হৃদয় থাকে না মোটে,
লিখে যায় শুধু কালি-কলমে
বেরিয়ে আসে যা ঠোঁটে
যে ছড়ায় কেবল ছড়িয়ে থাকে
দৃশ্যমান কিছু ছবি,
অন্তর জুড়ে জেগে থাকে শুধু
বলে যেন মোরে কবি
দূরদর্শিতা ছোঁয় না যেখানে
ইলম্ নেই যার ভাবে
দিবস-রজনী কবি বলে তারে
ডেকে যায় কিভাবে?
হাজার বর্ণে লেখাগুলো মোর
অসহায় এক স্বরে
করুণ মুখে চেয়ে থেকে শুধু
গুমরে গুমরে মরে
এই হেতু আজ লেখনীর পথ
রোধ করে আছি বসে
জ্ঞানের নগরী খুঁজে ফিরি শুধু
জীবনদর্শন চষে ।


১৩-০২-২০২৩