এই তো কদিন আগে, বসন্তের শেষ ভাগে
নিত্য ভেবেছি থাকবো আমি মিছিলের আগে আগে ।
ভেবেছি আলোর রোশনা বুঝি এভাবেই থেকে যাবে
আলোকিত এক মানুষ আমি হবো যেকোনো ভাবে ।
সে আলোর দৌড়ে দেখেছি আল-তামিরার গুহা
শিশিরের মতো অন্তরখানা হয়েছে শক্ত লোহা ।
সুর লহরী ভেদ করে গেছে মৃত ঐ উপত্যকা
আলোর নিশানায় মরছে ঘুরে সভ্যতার এ চাকা ।
সচ্চরিত্রের সনদ বিলোয় রাজধানীর তস্করে
আলোর মহিমায় তুলি টানে তারা ইলোরার ভাস্করে ।
নুরের ঝলক ঝলকে উঠেছে আবাসের চারিধার
সেই আলোতেই ঝলসে গেছে আজ কত যে পরিবার;
হিসেব রাখেনি যুগের মুহাসিব আলোর মোহে পড়ে
আগুন জ্বেলেছে আপন হস্তে আপনার চালের খড়ে ।
যখন বুঝেছি অসার আলো অন্ধকারের নিচে
আগে নয় আমি দাঁড়িয়ে আছি মিছিলের বহু পিছে ‌।