অবরোহ তরিকায় নামে যুক্তির বিজ্ঞান
পার হতে পারেনিকো যারা জ্ঞানের চৌকাঠ
সততার পাঠে তারা হাসে হালের মস্তান
রাজনৈতিক দন্ড হাতে করে নীতি চৌপাট।


পাতায় পাতায় ভরে ইতরের ইতিহাস
অজাত শীল্প-কলায় উদর ভরে জাতির
বাকী নেই এতটুকু আর নৈতিক নির্যাস
সহনাগরিক শোণিত চুষে নেয় জ্ঞাতির।


কবিতার প্রকোষ্ঠে, অলিন্দে রূপকের নামে
জৈবিক প্রেম চলে; নিছক জীবনের খেলা
নারী নিংড়ানো রস বিকোয় বেশ ভালো দামে
পথ পসারীর যুক্তিবাদে জমেনাকো মেলা।


ন্যায় শাস্ত্র, যুক্তি-বিজ্ঞান পার্থীব অভিসার
মৃত আত্মা দূর করে না অন্যায় অবিচার।


০৩-০৯-২০১৯