গুহার অন্ধকারে যাওয়া ঠিক নয়
বিশেষতঃ সভ্যতার বেহারাদের
নিকট প্রদীপ ছাড়িয়ে নিয়ত চলকায়
দূর অন্ধকারের অমাবস্যা গুহা;
আধুনিকতার ঢিল ছোড়া দূরত্বে
গুহাকালীন সভ্যতার সমরক্ষেত্র ।
তুমি জয়লাভ করলেই আমি হেরে যাবো
অথচ আমার হাতে হিদায়াত বাতি ।


বিজ্ঞাপনের ছায়ায় আশ্রয় খোঁজে এই প্রজাতি
সন্ধ্যায় বুঝে আসে তার ভুল পথ
নানা টিপ্পনী বুকে অসহায় হাঁটে হিদায়াতবাহী
তাঁর অপমানের ভার যতো হালকা হয়
ততো গভীর অন্ধকারে তলিয়ে যায়
সভ্যতা রঙে ভূষিত সেই নারীটি ।


২৯-০৮-২০২২