মনে পড়ে অভিমানের সেই সন্ধ্যা
যেদিন তুমি ভুল বার্তায় ভুল বুঝেছিলে
মনের তলদেশে তলিয়ে খুঁজেছি তোমাকে
পাইনি ন্যায় দর্শনের কোন যৌক্তিক হেতু ।


এক আকাশ অভিমানে নির্লিপ্ত কিছু ক্ষণ
আমার বুক ভেঙে নির্মিত হয় সাহসের টিলা
সত্যের মুখোমুখি বসে তোমাকে বলেছিলাম—
এ তোমার অহেতুক আর বৃথা গঞ্জনা ।
সুবিশাল আকাশের ব্যালকনি থেকে হাত নেড়েছি
তবুও বলিনি কখনো তোমার হেসে ওঠা মুখে
অনিবার ঢেউ ভেঙে তোমার সম্মুখে—
ভালোবাসি প্রিয়তার রঙে আঁকা তোমার মুখাবয়ব।


মনে পড়ে—
অন্ধকার গহিন রাতের সে স্বপ্ন শুধু স্বপ্ন নয়
অবেলায় ঝরে পড়া নির্ঝর কেবল এক অভিনয়
মনে পড়ে বিকেলের সেই নির্মল হাসি
শুধু বলিনি— আমি তোমাকে কতটা ভালবাসি।