আমি মোহনায় পৌঁছতে পারিনি ইচ্ছে মতো
ইতিমধ্যে পেরিয়ে গেছে ধোঁওয়ার কুণ্ডলি
মধ্যবয়সী রমনী কেটেছে সফেদ সূতো
ঘুমন্ত শহরে ঝরেছে কত কুসুম কলি।


সাপগুলো আস্তিন থেকে ঝেড়ে ফেলতে চাই
কালো মেঘ দেখে আমাকে ফিরে আসতে হলো
ততদিনে বিষাক্ত হয়েছে যাপিত সময়
উড়েছে জিঘাংসার ডানা ঘৃণার বালি-ধূলো।


আবশ্যিকতায় পাল্টেছে বহু পিতার মুখ
শ্রমের চাপ, উন্নত নেশায় দেখা হয়নি
বিধির বিধান; ইত্যবসরে উড়ে গেছে সুখ
হাতে রাখা পুরনো প্রদীপ জ্বালানো যায়নি।


সব হারিয়ে আমরা স্রোতের মুখে দাঁড়াই
ইচ্ছে থাক বা না থাক পৌঁছবেই মোহনায়।