সমকালীন সভ্যতার কোন গলি পথে হাঁটলে
কিংবা অসহায় আর্তনাদ সুর হয়ে বাজলে
আমার মনে পড়ে এক পোড়া সূর্যের কথা
বিভৎস দাহ্য ক্ষমতা নিয়ে হাজির হয়
অথচ এক ফোঁটা আলো সে আজ‌ও দিতে পারেনি।


বিচিত্র বসনেও ক্রমশ ন্যাংটো হয় রাজা
লজ্জার ছাউনীতে যারা আশ্রয় নেই
তাদের জন্য‌ই পড়ে থাকে আমার কবিতা
বিধবা নারীর মতো কালের সমাধির উপর।


রক্তের ফিনকির চেয়ে উঁচু রাজনৈতিক পাঠ
আমরা খায় রাজভোগ পুকুরে খেলে রাজহাঁস
ততদিনে বহু রক্ত থাকে ইতিহাসের অপেক্ষায়।


০৭-০৪-২০২০