ভালবাসার আর একটা সংস্করণ
উত্তাল ঢেউ অথবা প্রশান্ত নির্ঝর
সবগুলোই ঢাকে স্নেহের আবরণ
ঠিক নিশ্ছিদ্র ছায়ায় স্নেহময়ী ঘর।
অশ্রুর লাবন্য তীব্র অলসতা ঘিরে
অস্থিরতা, ব্যাকুলতা নিষ্ঠাহীন ব্রত
পর্বতসম অভিমানও যায় ফিরে
কারণ মস্ত ছায়া বটবৃক্ষের মতো।


শিউলি কিংবা আরও বর্ণীল কুসুম
শিশু জগতে তৃপ্তি-অতৃপ্তির মৌজায়
আগুনের চেয়ে বেশি করে ওড়ে ধূম
প্রাণস্নিগ্ধ ভালবাসার এই অধ্যায়
এখানে সম্পর্ক পরে বহু রঙা জামা
নৈঃশব্দে লিখতে হয় এই স্নেহনামা।


০১-১০-২০১৯