মনোহরি
এ.এস.এম সোহেল ভুইঁয়া।


তুমি হৃদে সুখের আশা
বিভোল দেহে প্রাণ,
তুমি হীনা পাইনে মনে
বিজন কূজন গান।


তুমি ঋতু বর্ষার ধারা
বসন্তের দুল দুল,
চাতক প্রাণের সুপ্ত সুধা
মোর হৃদয়ের ফুল।


তুমি হীনা বিরহি মনে
শ্রাবণের ঝর ঝর,
মরুর প্রাণের তপ্ত দহন
অথৈ বালুচর।


এসো প্রিয়া আজি মোরা
প্রেমে করি স্নান,
সুশীতল সুখ পরিমল মুখ
দপদপ পরিত্রাণ।


প্রেম সাগরে শীতল হবো
দুলে দেবো ঠোঁট,
হিম ললাটে টগর ফুলে
করবো আঁচল লুঠ।