আবেগের বসে,
খেয়ালের দাসে -
পরিনত এ মনুষ্যত্ব!


জীবনের চাপে,
আগুনের তাপে -
বড় বীভৎস এ দাসত্ব!


রাত্রির কালোয়,
মাটির ধুলোয় -
অদৃশ্য আজ মহত্ত্ব!


মানুষের তরে,
মানবতার গুন -
হবে কি তবে আয়ত্ত?