এই মাটির দেহ, মাটিতেই যাবে মিশে
দেমাকি মনরে তুই, বড়াই করিস কিসে?
একটু যদি ধূলি কনা গায়ে পড়ে রয়
দেমাকি মনরে যেন তোর গায়ে না সয়
মাটির ঘরে থেকে, মাটিকেই করিস ভয়!
যা নিয়ে করিস বড়াই, কিছুই তোর নয়।।


যতই করিস রে যতন থাকবে না আর
মাটিতেই মিশে যাবে মাটির পাহাড়
তাই মাটির সাথে মন, নে আপোষ করে
অহংকারে না হুংকারিস তার উপরে
মাটির মানুষ তুই মাটিতেই যাবে ক্ষয়ে
কেন এত তেজ দেখাস এ মৃত্তিকালয়ে।।


কি আছে মনরে তোর একটু শিলা ছাড়া
ভেবেছিস কি কভু তুই-ওরে সদা সর্বহারা
তবু কিসে করিসরে মন এত বাহাদুরি?
সদা অনুভবে অনুতাপে ভাবনায় মরি।
ওরে দুরন্ত মন আমার, ফিরে আয় ঘরে
নত শিরে দে পূজো এ মৃত্তিকা মন্দিরে।।