সখি, মোর মন খুঁজেগো কারে!
এই উতলা পদ্মার তীরে!!
ঢেউ হতে কে দেয় গো উঁকি
তনু তার রুপালি আঁচলে ঢাকি
লজ্জায় বুজে গো মোর আঁখি।
জানি মৎস কন্যা সে নয়
তারি আকুলে পরান ব্যাকুল হয়
জানি সে চির ছলনাময়ী
আজ কেন গো সে এত অনুনয়ী!
ও মোর কাছে কভু আসে নাই,
শুধু আমায় কেন ডেকে যায়!!
আর আমি বার বার হেরে যাই
তারি মায়াবিনী মোহের মায়ায়
ওরে আজিকার সাঁঝের পদ্মায়।