আমি একাকিত্বে ভোগি
কেননা তোমার উদার বুকে
শুয়ে শুয়ে ঘুমানোর ভান করে
স্বপ্ন দেখতে পাচ্ছি না আর
ঐ দুই পর্বতের মাঝ দিয়ে
হাঁটতে পাচ্ছে না ক্ষুধার্ত মন
গহিন বনে মধ্য দিয়ে যে পথিক
হেঁটে হেঁটে হলো এত দুঃসাহসী
সে ক্লান্ত নয় বড়ই অশান্ত
ভেঙে তছনছ করে পেতে চায়
তোমার ঐ আঁধার কানন,
যেখানে তোমার রাজ্যধন
আঁধারিয়ায় করেছো গোপন
আমার তৃষ্ণার্ত মনের আড়ালে
তাই আমি একাকিত্বে ভোগি।


আমি একাকিত্বে ভোগি
তোমার উরুর সাথে হয় না আর
এ উরুর সে তৃপ্ত সুখের মিলন।
পাই না খুঁজে এ বাহু জুড়ে আর
তোমার বাহুর কোমল দৃঢ় বাঁধন
তোমার নরম ঠোঁটের কোমল পরশ
পড়ে না এই অতৃপ্ত ঠোঁটে আর
কত দিন দেখে নি তব নাভীর মুখ
আমার এই কাতর তৃষ্ণার্ত আঁখি
তাই আমি একাকিত্বে ভোগি।


আমি একাকিত্বে ভোগি
তোমার কৃষ্ণ কালো কেশের ছোঁয়া
এই হৃদয় কে জড়িয়ে ধরে না আর
এ তনুর পরশ পড়ছে না কতদিন
তোমার জাদুকরী তুলতুলে বদনে
ওরে আমার এই উতলা প্রাণ
তোমার তরে সদা করে আনচান
ওগো প্রিয়তমা, কোথায় তব বাণ
করো মোর একাকিত্বের অবসান।