আয়রে আমার গ্রামের ছেলে,
গ্রামেই ফিরে আয়;
বাঁশ বাগান ডাকছে তোমায়,
জড়াবে মায়ায়।
বড়শি সিপ কাটবে না আর?
ঐ বাগানে এসে;
সোজা খানি ডালি দিবে,
তোমায় ভালবেসে।
চারিয়া বিল ডাকছে তোমায়
মাছ ধরিতে আয়,
বড়শি নিয়ে আয়রে খোকা,
ঐ বিলেতে যায়।
চারিয়া বিলের রূপালি মেয়ে
ট্যাংরা পুঁটি কৈ;
শাপলা ফুল তুলবে সেঁথায়
তোমার ছোট্ট সই।
সিপে সিপে গিয়েছে দেখো
মোদের খালই ভরে;
ঐ পাড় হতে কে যেন,
ডাকছে ওরে ওরে।
চলরে খোকা যায় ফিরে যায়
মোদের কুঁড়ের ঘরে।