কোন ঘরের ঘরনি সে
এই ঘরে এসে
খুঁজে কারে বারে বারে
প্রণয়িণী বেশে;
ওরে তার মনে ধরেছে কি
এই আমারে!
নাহ, সে দেখিনি মোরে
ডাকিনি আমারে
ঘরনি তাই ঘুরছে বুঝি
দুয়ারে দুয়ারে।


ওরে ওই ঘরনি তুই
কি চাস বল,
এই সমুদ্রসম বুকে দেখ
কত প্রীতির টলমল;
আকাশ পানে চেয়ে দেখ
খুলেছি দুয়ার,
বাতাস জুড়ে  খুঁজে দেখ
পাবে বার্থা আমার;
ওরে, আমি ডাকিনি তরে
ডাকিনি বারে বার!


ঘরনি কার ঘর ছেড়ে!
ছুটেছে দিগন্তে,
দিগন্তের ঐ লাল রঙ
মাখিতে সিঁথিতে;
চরণে তার দিলো ধূলা
রক্তিমা কত পাহাড়
লাল রঙের অতৃপ্ত স্বাদ
মিটেনি যে তার;
যারে ছুটে যারে ওরে
দিগন্তে মিশে,
মৃত্তিকার এই দেয়াল গুলি
পায়েতে পিষে।