এমন একটা প্রভাত মাগিছি,
তাই নিদ্রাহীন রাত জাগিছি,
শুধু রাত নয় অনেক রাত্রি।
অপেক্ষার হলো অবশান
আঁধারিয়ারা হলো ম্লান
ফরসারা দিল মনে উঁকি।
পুষ্পেরা হাসিলো মন খুলে,
বিহগেরা মাতিলো কোলাহলে,
দুয়ারে পড়িলো প্রভাত বাণ ।


ওরা, প্রভাত-গোধূলি তফাৎ
বুঝাইতে চাইবে বলে রাত
কেননা ওদের উষর মনে
পুষ্পেরা হাসিনি কোন ক্ষণে,
বিহগেরা ডাকিনি তাঁদের কভু।


তাই আমিই তাঁদের ডাকিছি
এ প্রভাত তাঁদের জন্যই রাখিছি
এসো আঁধারভুলে মাতি ফরসায়
আজিকার এই প্রভাত বেলায়।