ভালবাসতে তুমি, নাইবা যদি পারো,
ছলনার ফাঁদ পেতে, মন কেন কাড়ো!
পার্থিব প্রাপ্তিগুলি! প্রেমের তরে নয়,
অনুভূতির সাথে, এ কিসের বিনিময়?


চাতুরীতায় লুকিয়ে, আবেগময়ী মুখ,
অনুভূতিগুলি ছিঁরতে তুমি, যেন উন্মুখ;
আজি মত্ত তুমি, কত স্বার্থের শর্তে,
কত কিছুই লোকানো, এই তোমাতে!


যাহা আছে তব মনে, দাও একজনে
লালসায় ছুটো কেনো, অন্যের সনে?
যাকে চাও-তাকেই দাও, নাই তো মানা;
জনে জনে তবে কেনো! এত বাহানা।


জনে জনে বহুজনে, করছো ধূর্তামি,
বলতে নারাজ তুমি, তারা তব স্বামী।
কত জনে কত মনে, পুষেছে তোমায়;
কি দিয়ে মিটায়বে, আজ তাদের দায়!


যাহাতেই সঁপেছো তব, পরাণের তরে;
থাকো সদায় ওরে, তার চরনেই পরে;
মন তৃষ্ণা কারো, মিটে না এই ধরায়;
তবু মোরা পোড়ি যেন, মন বাসনায়।