ভঙ্গিল পর্বতের মতো ভাঁজ হয়ে
কুঁচকে কুঁচকে গিয়েছে নুয়ে
সমতলের দিকে মুখ করে
নিজেদের রাখতে পারছেনা ধরে
ওরে কিশের কম্পন তোর মনে
ওরা যেন মিশছে মাটির সনে
রেখো ওদের একটু খেয়াল করে
ওরে না যায় যেন বোঁটা ছিঁরে
ঐ  সুদর্শনা পর্বত দুটি তোমার
জানি অপরুপ সৃষ্টি বিধাতার।


বাঁশঝাড়ের উপরে না দিলে উঁকি
পর্বতের মূল্য আর থাকিবে নাকি!
আঁখি শীতল হবে না বুঝি আর
চেয়ে দেখিবে না রূপের বাহার
ওগো তুমি হয়ো না আর আনমনে
রাখিয়ো ঐ দু'টো একটু যতনে।


ইদানীং কথা শুনছে না ওরা আর
বড্ড বেড়ে গেছে ওদের ভার
আগ্নেয়গিরির মতো পুড়ে হলো ছাই
লাভার মুখে কালি পড়ে আছে তাই
বেসামাল ওরা ছিলো সৌন্দর্য তোমার
একটু যতন করো ওদের কে আবার।