পলাশ,পলাশের মতো কোমল
পলাশের মতোই নিরিহো সে;
জয় করেছে বুঝি সকলের মন
ওরে, তাঁর নির্মল হাসি হেসে।
ফাগুনের এই প্রত্যহ ভীড়ে
কি চায় ভক্তেরা এই পলাশে;
বিশ্বাস রাখে তারা সদায় যেন,
দেবতারা এসে পলাশে মিশে।
সুখ শান্তির প্রতীক এই পলাশ
ভক্তেরা পূজে সদা শান্তির তরে;
সবাই তাঁকে আপন করে তাই
রাখিয়াছে সবার হৃদয় গভীরে।


সহসা কোথা হতে অসুর এসে!
বধ করিল তাঁর কোমল প্রাণ,
আত্মার কভু হয় নারে বিনাশ
জানে নারে ঐ ঘাতক পাষাণ।
কেহ ভাবেনি কভু এমন করে
কোমল প্রাণের হবে যে বিদায়;
দুখেরা কেঁদে কেঁদে তাই
বেদনায় করছিলো হায় হায়।
আজও পলাশের তরে কাঁদে
আকুল ভক্তের অবুঝ প্রাণ;
বেদনার অশ্রুতে পূজে তাঁরে
করিয়া তাঁর মহত্ত্বের গুণগান।