মনের যাতনা সব, আমি চাপা দিয়েছি মনে,
খাঁচার পাখি আজ কেনবা পালালো বনে।
বিহানে যাকে দিয়েছি সবরি কলার ফালি,
কেনবা পোষা নির্মম হয়ে হৃদয় করিল খালি।
পালিলুম মমতায় যারে মাথার উপর তুলে,
জানিতাম কি এমন করে যাবে সবই ভুলে।


আপুর বাড়ির গুবাগ হতে এনেছিলাম কুঁরে,
সেদিন তো যায়নি অবুঝ এমন করে উড়ে।
তরু শাখা চিনতো নাকো বসতো আমার কাঁধে,
দেখতো শুধু ক্ষীণকায়া অসীম আহ্লাদে।
প্রীতির বাঁধন গড়ছে বুঝি হৃদ্যতার খাতিরে,
ভেবেছিলাম যাবে না সে হৃদয়টাকে ছিঁড়ে।


বুকের মাঝে নীড় বানিয়ে দিয়েছি যাকে ঠাঁই,
তার দুখেতেই পরান শুধু করতো হায় হায়।
যাকে আমি একলা রেখে যায়নি কোনখানে,
শূন্য খাঁচা ডুকরে ডুকরে ঝুলছে সম্মুখ পানে।


তারি তরে আজও কেন, কাঁদে মোর মন,
কেন যেন পারিনি দিতে তারি মায়া বিসর্জন।
আর কি মোর হবে মিলন ঐ পাষাণের সনে,
যার খুঁজে আজও যে আমি ঘুরছি বনে বনে।