কংশ নদের বাঁকের জলে
করছে মন আজ খেলা,
কংশ নদের জলের মতই
মন যে আজ উতলা।
কত নৌকা শত জাহাজ
হারিয়ে গেলো জলে,
কত গভীর ডোবার কথা
লোকে আজও বলে।
উতাল জলে ভাঙলো কত
ভাঙলো নদের পাড়,
হঠাৎ করে বিলিন হলো
কত সাজানো সংসার।


এই কংশ নদের জলেতেই
ফসল ফলে মাঠে,
কংশ নদের  জল আনিতে
রমণীরা যায় ঘাটে।
রহিম চাচার ছোট্ট মেয়ে
দেয় এই জলেতে স্নান,
এই জলেতেই  তৃষ্ণা মিটে
সব কংশ পাড়ীর প্রাণ।
কংশ নদের জলের ধারেই
রইলো পরে মন,
কংশ পাড়ের জনপদের,
আমিও একজন।