বড়ই উদ্ভুত এক আমায়, আমার বসবাস,
কত কিছুই নিত্য  আমায়, করছে উপহাস;
কেন লিখছি ওসব কথা,আমার কবিতায়,
কত প্রেম  অগোচরে,  হেরে গেছে বৃথায়।
তাই আর অনুভূতিতে, খেলে  না অনুভূতি,
বৈশাখীতে মিশেছে দখিনা হাওয়ার প্রীতি।


ফাল্গুনেতও ফুটে না আর ফাল্গুনের পলাশ,
গাঁদা ফুল গুলি সদা তাই করছে উল্লাস।
কোকিলেরা এই মনেতে তুলে না আর সুর,
কাকের চেঁচামিচিতেই হয় আমার সব ভোর।
পূর্ণিমা চাঁদ ওঠে না আর আমার আকাশে,
তাই আমি একলা হাসি, আঁধারেতে  বসে।


নদী চলে তারি মতো, দেয় কি কেউ বাঁধা!
তবু কেন তার তরেতে কাঁদে এই মন সদা।
আকুল পরাণ তবু কেন গাঁথে বকুলের মালা,
তারি জন্য আজও কেন এই মনেতে জ্বালা।
মেঘের পানে চেয়ে কাঁদে সদা চাতকের মন,
পিপাসা মিটিবে কবে হয়ে বরষার আগমন।