ভাবনাহীন ভাবনার গভীরে
কোন এক নিস্তব্ধ  ভোরে
হেরিছিনু তোমায় নিরবে।
আর সারা বেলাই কাটিলো
কোলাহল যেন মাতিলো
কত মোদের গল্প রচিত হলো
কত ছন্দময় কবিতা জাগিলো
জীবন পাতা ভরিলো
কত স্মৃতি আর কত প্রীতি-
কত মায়া মোদের জড়ালো।


কত কি পেয়েছি তোমাতে
সব লেখা হলো না কবিতাতে
জারুলের সেই নৃত্য তুলা কেশ
ওরে তার পুষ্পের ভাবলেশ
সাজাতো তোমায় তারি বাসনায়
আর আমি হেরিতাম তোমায়
ভাবনাহীন ভাবনায়।


কোন এক বিকাল এসে
হৃদয়ে  হৃদয় দিয়েছে মিশে
আঁখিতে আঁখি পেতে
হারিয়েছি সব যেন অজানাতে।


একাকী এসে, সন্ধ্যায় মিশে
আজও  খুঁজি তোর নাম
তোরি চরনে করিয়া প্রণাম
আজও পূজো দেই তোরি তরে
সন্ধ্যা তারায় ভরে- শুন্য মন্দিরে।