তোমার উষ্ণতা আজ মিলিয়ে গছে
এই মাঘের সাথে সখ্যতা গড়ে
তাই তুমি স্পর্শ করো না আমায়
যেমন করে চুম্বন করে আমায়
রোদেলা দুপুরের শীতের ঐ সূর্য টা
তাই আমি সূর্য দেবতাকেই পূজি।
তোমার অভিমান সবসময়
ঐ ভোরের কোয়াশার মতো
জাগিয়ে রাখে অদ্ভুত এক শীতলতা
যা আমার দেহকে কম্পিত করে
প্রকম্পিত মনে বয়, শৈতপ্রবাহ হয়ে;
তাই এই ভোরে আর দোলে না
আমার পুষ্পগুলি পাপড়ি মেলে।
চিরাচরিত ঐ আনাগোনা আর নেই
যেন জমে গেছে শুভ্র তুষারের স্তুপে
হিমায়িত এক আস্ত হিমাগারে
আজ পড়ে আছে সারি সারি
আমার জীবনের ডেডবডি গুলি;
তাই আমি উষ্ণতা খুঁজি, উষ্ণতা মাগি
ফাগুণের ঐ সূর্য দেবতার কাছে।