একদিন হারিয়ে যাব এ শহর ছেড়ে,
একা, অনেক বেশি একলা একটা প্রভাতে।
যদিও জন্মেছিলাম পৃথিবীর সমান আয়ু নিয়ে
ভালোবাসা হয়ে।
অথচ হারাবো কিছু সামাজিক, মানসিক ব্যর্থতা নিয়ে,
কিছু স্মৃতি-বিস্মৃতির ঘোর লাগা নিয়ে,
অসংখ্য নিকোটিনে ভরা নির্ঘুম রাত কিনে,
নিয়ন আলোর দু:খ বুকে বয়ে,
আর চন্দ্রালোকের শীতলতায় অসহিষ্ণুতা নিয়ে,
ডায়েরীর পাতায় লেখা কবিতাকার কিছু কাব্য নিয়ে হারিয়ে যাব।
আমি হারিয়ে যাব;
জামার আস্তিনের ভাঁজে পড়ে থাকা অপ্রকাশিত ভালোবাসা নিয়ে,
চোখের মাঝে ভেসে থাকা মুগ্ধতা আর কয়েক ফোঁটা অশ্রু নিয়ে।
আর.......
এক বিকেল একসাথে হাটার স্মৃতি নিয়ে।
আমাকে হারিয়ে যেতে হবেই;
একটা হাসির পাশে উজ্জ্বল তিলকের মায়া মেখে,
দুটো খুনী চোখের চাহনির তীরের আত্মা নিয়ে,
মুঠোফোনের ওপ্রান্তে মাতাল করা সুরের আবহ নিয়ে,
লাল গোলাপের হলুদে রুপান্তরের দৃশ্য নিয়ে।
আমি হারাবো বিশ্বাসের অযোগ্যতা নিয়ে,
আত্মানুভূতি প্রকাশের অক্ষমতা নিয়ে,
নিজেকে খুব সাধারণ করে বুঝানোয় অপারগতা নিয়ে।
আমাকে এবং আমাকেই হারিয়ে যেতে হবে-
এইই আমার দু:খ, যা তাড়িয়ে বেড়াবে আমায় তেরো লক্ষ বছর।