একটা শহর
আমার বুকের ভিতর
যার ছবি আঁকি সারাদিন।


ভেসে বেড়াই
আমি দূরে চলে যাই
হোক চাঁদনী কিংবা অরুণ।


সামান্য মাটি
সোনার চাইতেও খাঁটি
লেগে থাকে যার গায়।


সে-ই-তো আমি
নই একটুও দামি
কেউ চিনেনা আমায়।


নেই খোলাহল
যেন স্বপ্নের মহল
সবই এক শান্তির নীড়ে।


কয়েকজন মানুষ
উড়ায় রংএর ফানুষ
সেই, একটি শহর,


আমার মায়া শহরে।


                     (২৩/০৩/২০০৯)