মা-বাবা হারা একটি মেয়ে
     নাম ছিল তার আলো,
হাজার খারাপের মধ্যে সে ছিল
     একটু-খানি ভালো।


করতো না কেউ পছন্দ তাকে
      কাটিয়ে চলত পাশ,
তাকে নিয়ে করত মানুষ
      সহ্য-হীন পরিহাস।


তিন বেলা যদি খাবার
      না জোটেও,
তার কাছে এটা কষ্ট
      নয়তো মোটেও,


সারাদিন শুধু ছুটে
      মানুষের পিছু-
মার খেয়ে হলেও দু-একটা টাকা
      ভাগ্যে তো জুটবে কিছু


      দেওয়া হয়েছে দীক্ষা,
      করার জন্য ভিক্ষা,
এটা নয়তো ওর নিজের দোষ
তাহলে কেন,ওর প্রতি মানুষের মিছে রোষ?