তুমি আমায় বলতে দাওনি
" আমার খিদে পেয়েছে ",
বলার আগেই খাবার এনে
দিয়েছ তুমি নিজে ।    


তুমি আমায় বলতে দাওনি
" আমার এটি চাই ",  
বলার আগেই এনে দিয়েছ
যা প্রয়োজন তাই ।


তুমি আমায় বলতে দাওনি
" আমি তো অনভিজ্ঞ ",
বলার আগেই করে তুলেছ
তুমি আমায় বিজ্ঞ।


তুমি আমাকে বলতে দাওনি
" আমি আলোর সন্ধান চাই ",
বলার আগেই ব্যবস্থা করেছো যেন
অন্ধকারে না যাই।


মাগো,এটা নয়তো শুধু আমার মুখের কথা,
এটা পৃথিবীর সকল সন্তানের নীরব ব্যাথা,
এটা হয়তো প্রতিটি সন্তানের এক অভিন্ন চিন্তাবোধ,
এটা মায়ের প্রতি সন্তানের অভিযোগ !!!