বাবা আমার খুবই রাগী
       বেশি কথা বলে না,
মজার মজার কথা শুনেও
       কেনো জানি হাসে না।


আমার বাবার পুরোনো স্টাইল
  .     কোট-প্যান্ট-টাই পড়ে না,
এক জুতো তে বছর চালায়
        কিনবে বলে কেনে না।


ভর্তা ভাতে অভ্যস্ত সে
       মাছ-মাংস তার চলে না,
সুগন্ধি তেল মাথায় তিনি
       ভুলেও  যেন মাখে না।


কালি পড়া চোখ দুটো আর
       চশমায় ঢাকা যায় না,
সোডিয়াম বাতির এ শহর যেন
       মানবতা আর মানে না।      


বাবা টা আমার শক্ত মনের
.      হাজার কষ্টেও যেন ভাঙ্গে না,
রোদ-বৃষ্টিতে ছাদ হতে তাই
       কখনো দ্বিধা করে না।


বাবা টা আমার এখনও ছোট
       নিজের খেয়াল রাখে না,
তাকে যে কত ভালোবাসি
       মুখে তা বলতে পারি না।