আমি তোমায় আজও ভুলতে পারিনি
জানি আর কখনও ভুলতে পারবনা
ভুলে থাকার শুধুই বৃথা চেষ্টা
আজও বুকের ভেতর স্বপ্ন ভাঙ্গার শব্দ শুনি
হৃদয়ের খুব কাছে কান্নার আওয়াজ
বুঝতে পারিনা তবে অচেনা নয় |
তোমার যে সব ফেলে আসা
আমি সেই থেকেই শুরু করেছিলাম
কিন্তু শুরুটাই ছিল আমার শেষ
একটা মুহূর্তও তোমায় না ভেবে থাকতে পারিনা
বের হয়ে আসতে পারিনা
তোমার বিষাক্ত স্মৃতির খোলস থেকে |
আমি চিৎকার করেছি, চিৎকার করে কেঁদেছি
কোন সাড়া নেই আকড়ে ধরেছে তোমার স্মৃতি
আজও সকাল হয় জানালায় উকি দেয় রোদ
কিন্তু সেই সকাল, সেই রোদ আর আসেনা
যে রোদ গায়ে মেখে ছুটতাম তুমি ,আমি |
আজ বড় স্বার্থপর সে বিকেল
যে বিকেল ছিল তোমার আমার
দু’জন সামনা-সামনি দাড়িয়ে চোখে চোখ
ছুটে বেড়াতাম সব উঠোনের কোণ
খেলার মাঠ আর পুকুরের ঘাট |
আজও আকাশে অনেক মেঘ-
অনেক কালো মেঘ
তবুও সেই বৃষ্টি আজ আর আসেনা
যে বৃষ্টিতে আমার খালি গায়ে বসে থাকা
আর তোমার অপ্রিয় দৃষ্টিতে না বলা চোখের ভাষা |
আজ সময় যেন অনেক, অনেক ব্যস্ত
আমার কোনো দাবির মূল্য নেই তার কাছে
তবুও মাঝে মাঝে খুব ইচ্ছে করে
যদি সময়টাকে থামিয়ে দিতে পারতাম
যদি মুঠোবন্ধি করে সেই দিনের সেই সময়টাকে
ফিরিয়ে দিতে পারতাম !
                                    
                                (‘না বলা কথা’ কাব্যগ্রন্থ থেকে)