আমি বিবেক মনুষ্যত্ব
আমি যুবক এদেশের
আমি অপ্রতিরোধ্য
মানিনা অনিয়ম সমাজের
আমি প্রতিনিয়ত বদলে যাই
বদলে দেব বদ অভ্যাস সকলের ।
আমি অবাধ্য সেই ছেলে
এই বাংলায় জন্ম নিয়ে
বার বার ফিরে আসি
আমি ছিলাম আমি আছি
এই বাংলা ভালবাসি ।
আমি বাংলাকে নিয়ে যাব এতদূর
হবে অবাক বিশ্ববাসি ।
আমি ছিলাম একাত্তরে
আমি ছিলাম বাহান্নয়
আমি ছিলাম এই বাংলার
ছিল যত গৌরবের বিজয় ।
আমায় ভেবনা দূর্বল
আমি বাংলার বীরবল
সব অন্যায় দূর্গ ভেঙ্গে
আমি করব সমতল ।
আমি জেগে উঠব নিজে
জাগ্রত করব তোমাদের
ভেঙ্গে কুলষিত মন
গড়ব নূতন স্বপ্ন মোদের ।
আমি থাকব চিরদিন
এই বাংলার বুক জুড়ে
আমি গাইব বিজয়ের গান
আবার নূতন কোন সুরে ।
                    (‘না বলা কথা’ কাব্যগ্রন্থ থেকে)