কারো দুঃখ্য দেখে যে হৃদয়ে আবহাওয়ার জরুরী কোনো পূর্বাভাস নেই,
নেই মেঘহীন বৃষ্টির শঙ্কা চোখে,
তবে সে হৃদয় নিষ্ক্রিয়।
মৃত শব্দটাও বোধয় সংগতিপূর্ণ।


লিখাটা শেষ হতে না হতেই কিছু কান্নার প্রতিধ্বনি,
"আমি হৃদয় থেকে বলছি-
যান্ত্রিকতার ব্যাধিতে আমি জর্জরিত,
বাস্তবতার কাছে অসহায় আত্মসমর্পণ,
আর অপবাদ?
তা নিত্য সবার শব্দকোষে।


কিন্তু কে আমায় মুক্তি দিবে?
আমি পরিত্রাণ চাই,
আমি মুক্তি চাই,
সুস্থতার প্রার্থনায় আমি বৃদ্ধ হই।"