অরক্ষিত জীবনচর্যার সবকটি কপাট
এখন উম্মুক্ত।
আতঙ্কিত আত্মা
বর্গীর ভয়ে ভুলে গেছে নিদ্রা।
নারীর গোপন দুঃখের মতো
কেবল ফিরে আসে দুঃস্বপ্ন।  

চারদিকে শঙ্কিত পাখি !
স্তব্ধ হয়ে গেছে ডানার শব্দ।  
মুখোশে মুখ ঢাকা ঘাতক
দানবের মতো হেঁটে আসে নগরের দিকে,  
আমরা জেগে আছি
আমাদের জেগে থাকতে হবে।


  
--------------------
১৭ জানুয়ারি, ২০১৩ খৃঃ ।
শারজাহ, ইউ এ ই ।