তুমি যদি তাকাও আকাশের দিকে
সূর্য থেকে খসে পড়ে
সিল্কের মতো রোদ।

গ্রীষ্মের প্রবল তাপদাহ
কেন উসকে দাও
সারাক্ষণ কেন জ্বালিয়ে রাখ
নীল চোখে
অতিরিক্ত নীলশিখা।

যদি জানতাম
কতো আলোকবর্ষ দূরত্বে গেলে
আমাকে আর দেখতে হবে না
তোমার অগ্নিগর্ভা চোখ।

একদা তটিনীর তরঙ্গের মতো
তোমার চোখ ভেসে যেত বাতাসে
আজ সেখানে শুধু বাজে আগুণের ঝুমঝুমি।