‘মা’ হলেন আমার অন্তরের অন্তর,
মা না থাকলে জীবন মনেহয় ধুধু অন্ধকার।
মা হারানো ছেলে-মেয়েরা বুঝে-
মা তাদের কত অমূল্য।
এই পৃথিবীতে হবে না কেউ-
আমার মায়ের সমতুল্য।
মা ব্যতীত বসত ভিটা-
লাগে বিষাদ শূন্য,
সকল কিছু থাকার পরেও কেন
মনটা থেকে যায় অপূর্ণ।
কোমল সুরে বাবা বলে
ডাকবে না কেহ জানি,
মায়ের কথা স্মরণ হলেই
গড়িয়ে পরে দুই চোখেরই পানি।
বাড়ি হতে বাহিরে গেলে
পথপানে চেয়ে রইবে না কেউ বসে,
মাকে নিয়ে স্বপ্নগুলো
সমস্ত কিছুই গেল ধ্বসে।
মায়ের অভাব কারো কখনো পূরন হবার নয়,
দু’আঁিখ ভরে মা’কে দেখি আমার মনের আঙ্গিনায়।
মা’ যে আমার সুখে-দুঃখে অতি আদরের ধন,
মা’ যে আমার জীবন-মরণ, মা’ই আপন জন।।