প্রত্যাখ্যান ? সে তো ফুৎকারে উড়িয়ে দিয়েছি মহাশুন্যে
যেহেতু আমার প্রেমের শোকমিছিলে তুমিও ছিলে,
তোমার ভান-চোখ দেখে জেনেছিলাম তারা ভালোবাসতে অক্ষম I
বহুদিন পরে এক পতিতার এঁঠো ঠোঁট কামড়ে ধারণা হয়েছিল,
যৌনতা মানে খিস্তি-খেউড়ের রাত, হয়তো শুধুই বীর্যস্খলন I
কোনো এক অভিশপ্ত মন্বন্তরে মায়ের পেটে লাথি মেরে পৃথিবীতে এসেছিলাম I
যেহেতু বহুকাল আমি ঘুমাইনি, যেহেতু বহুকাল আমি খাইনি,
কবর খুঁড়ে পরিজনের কফিন টেনে বের করে খুবলে খেতে খেতে
একপাল শকুনের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম I
বহুগামী আমি, ধমনীতে চালান করেছি ঘোড়ার রক্ত I
শুনেছিলাম সঙ্গম করলে মগজের অবসাদ কেটে যায়,
নিকোটিনে ঠাসা ফুসফুস বিশুদ্ধ হয় I
সর্বনেশে মুহূর্তে তাই যখন উন্মুক্ত শরীর মেলে ধরেছিলে
তোমার হিংস্ৰ যোনীতে মুখ রেখে বলে উঠেছিলাম,
ক্যামোফ্লাজ I ক্যামোফ্লাজ I