'কবি, তুমি পথ হারাইয়াছ ?'
যুগ যুগ ধরিয়া নবকুমারের মতো পথিকদিগকে
কপালকুণ্ডলা উদ্ধার করিয়া আসিতেছে...
নির্জন সমুদ্র উপকূলে কবি পথভষ্ট  হইলে,
তাহাকে উদ্ধার করিবার সাধ্যি কপালকুণ্ডলার নাই...
কবি আবহমানকাল ধরিয়া কপালকুণ্ডলাকে ভালবাসিয়া
অনন্ত জলপ্রভাহমধ্যে ভাসিয়া যাই...


মূল: বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা'