এক যে ছিল করণ
তার মন ছিল অসাধারণ


পারতো সে লাফ দিতে,
স্বপ্নের বুর্জ খলিফা থেকে।


পারতো সে সব ত্যাগ করে,
ভাঙ্গা বন্দুকের গুলি খেতে।


থাকতে রাজি সে নিজের পাড়া ত্যাগ করে,
অন্য পাড়ায় মন থাকে তার
সাড়ে-চারটের পরে...


যেতে চাই সে বিশ্ব যুদ্ধের ময়দানে,
কিন্তু বিকেল হলে পরেই সে বেরোই ময়নার সন্ধানে...


ছাড়তে রাজি সম্পদের মোহ
তবুও ময়নার মায়া ছাড়তে বলে না তাকে কেহ!


তাকে পরমাণুর আঘাত দাও, জ্বলতে রাজি সে
আগ্নেয়গিরির লাভা হোক বা সাগরের বুকে, ভাসতে রাজি সে।
হাঙ্গরের মুখে পড়তে রাজি
লড়তে রাজি হিংস্র বাঘের সাথে সে
শুধু ময়নার প্রেম নিবেদন এনেদিলেই তাকে...
শান্তিতে মরতে পারে সে।


তাই আজ সে করজোড়ে করে আবেদন,
"প্রেমের কথা বলিও না আর, কোরো নাতো প্রেম নিবেদন..."


সয়তে পারবে না সে আর প্রত্যাখ্যানের বেদনা,
তাকে বিরতি দাও হয়তে এই প্রেমের উম্মাদনা।


নদীতে সাঁতার কাটতে শেখাও
তাহলে হয়তোবা বেঁচে যাবে সে।
তবুও ময়নার হাত ধরতে বলো না তাকে
যদি একা ফেলে চলে যায় সে
করণ শুধুই করবে অনুভব
সে যন্ত্রণা তার সহ্য করা
আজ অসম্ভব!


সম্মুখে যুদ্ধের জন্য আহ্বান কর তাকে হিটলারের চোখে চোখ রাখতে পারে সে কঠিন আদেশ ভাঙতে পারে,
ভয় পাবে না কোনও
তবুও ময়নার চোখে চোখ রাখতে পারবে না সে
আর কখনও।


একদিন হয়েছিল মেঘ ঘন কালো
হঠাৎ সেদিন ময়নার বাবা বাইক নিয়ে এলো।
করণ ছিল চৌ রাস্তার মোড়ে একা দাঁড়িয়ে...
চাইলো সে পালাতে ময়নার বাবাকে  এড়িয়ে..
ব্যর্থ হয়ে দাড়িয়ে পড়লো এদিক সেদিক তাকিয়ে..
ভাবলো সে এবার কাকুটা এসে দেবে গালে চড়িয়ে।


কাকু এসে বললো তাকে
"চেনো কি তুমি করন বলে কাওকে?"


অমনি করন উত্তর দিল সঙ্গে নিয়ে ভয়
"কাকু..., আ... আমি তো করণ নয়।"