নতুন রূপে, মাঝে মাঝে সকাল হক বা রাত্রি নয়টা চল্লিশ
আমাকে ঘিরে এক বেমানান সুরে বাজে তোমার অজস্র অপ্রীতিকর নালিশ।


আমার মুখের শব্দ নাকি এখন আগের মতো তোমার হৃদয়ে প্রেমের স্ফুলিঙ্গ তৈরি করতে ব্যার্থ।
ব্যার্থ নাকি আমি লাল হলুদ সূর্যমুখী ফোটাতে তোমার শালীন বাগানে।
ব্যার্থ নাকি আমি কোয়েলের সুর তোমার কানে শোনাতে।
ব্যার্থ নাকি আমি রঙ বেরঙের দেশে তোমায় নিয়ে যেতে।


আমি এই ব্যর্থতার কালি মেখে নিশ্চুপ আজ।
তবুও চায়না কখনও নষ্ট হক তোমার মনের সাজ।


কিছু মুহূর্ত সঞ্চিত রাখি কবিতার জন্য,
কিছু মুহূর্ত ভুলতে চায় প্রশান্তির জন্য।


তোমার কোন্ স্বভাব কখন ছোঁব, বুঝতেই পারি না।
পরিণামে কিছু অনাবশ্যক, বেসুরো কথা অথবা দীর্ঘ নীরবতা।


থাক এখন সেসব কথা। এই যে আমি
আমার ভালোবাসার মঞ্জরী সাজিয়ে রাখি তোমার বুকে, তোমার কালো চুলের ঢালে, তোমার আসা-যাওয়ার পথে,
সেগুলো তুমি কুড়িয়ে নাও না কেন?