ক্লান্ত রোদের নরম ছোয়ায় আমার পাশে
তোমার বসে থাকা।
সেই বিকেল বেলা গুলো
আর ফিরবে না।
তুমি হারিয়ে গেছ অনেক দুরে।
আমার মনের গহন অন্তরে
তুমি আর নেই।
একদিন তুমি ছিলে আমার বুক জুড়ে,
আমার নিত্য দিনের সাথী।
অরন্যের গহনে প্রথম
তোমার চুম্বনে কেপে উঠেছিল
আমার যৌবন।
তার পর কত বার যৌবনের নেশায়
আমার ঠোট তোমার নরম ঠোটের
যৌবন সুধা পান করেছে।
মত্ত নেশায় শরীরে শরীর মিশে
গেছে কত নিরব রাতে।


তার পর এল কালবৈশাখী ঝড়,
হারিয়ে গেলাম আমি কালের স্রোতে।
তুমি চলে গেলে তোমার পথে,
আমি আজ অনেক দুরে।
এখন তুমি আর ফিরবে না,
তাই স্বপ্নে তোমাকে খুজি,
তোমার নরম অনুভুতি গুলো
হাতড়ে বেড়াই ।