বসন্তের ঢেউ আজ লাগিছে মোদের প্রাঙ্গণে
          বলছে সে মেতে ওঠ উৎসবে আলিঙ্গনে
              সাথে সঙ্গ দেয় কোকিল তার কুহুকুহু স্বর নিয়ে
                  তাই বলছে আকাশ বলছে বাতাস বলছে মাঠ
আজ স্বপ্ন গুলো সব রঙ্গিন হতো তোমায় কাছে পেয়ে......
                                    আজ হোলির এই অঙ্গনে।
          বলবে সময় কে তুমি? আজ যে হোলি
                                          যে তুমি এসে ছিলে।
          মেতেছিলে আপন মনে রঙের সাজি সঙ্গে নিয়ে
                রাধাকৃষ্ণ মিলেছে রঙের খেলা খেলবে বলে প্রাঙ্গণে।
                    নরনারী ছুটছে তাদের সঙ্গ নিতে আনমনে
           দক্ষিণা বাতাস বইছে দ্বারে তাই মন আজ হয়েছে চনমনে।
     একটা দিন যেন আসে উৎসবের দিন হয়ে,
          পলাশ, কৃষ্ণচূড়ায় রঙ ধরে প্রানের রঙে মিশে।
              আবীর কুমকুমে রঙে রঙে আমারা হৃদয়কে রঞ্জিত করে
                  তুলি, আসলে আমরা বসন্তউৎসবে মেতে ওঠই ।
          হোলিকা রাক্ষসী প্রহ্লাদকে মারতে গিয়ে
                     নিজে পুড়ে ছাই হয়েগেছিল।
                          আমারা সরণ করি এই দিনে হোলিকাকে।
                              হিংসা, দ্বেষ ও দ্বন্দে ভরা পৃথিবীতে অশুভকে
                                     পুড়িয়ে মঙ্গল প্রতিষ্ঠা করতে।
         আর করি বলেই মেতে উঠি অনেকে,
             চাঁচর পুড়াই তাই , অশুভকে  দূর করতে।
                রঙ নিয়ে তাই করি মজা আর গাই
                    তোমার কথা আমার কথা অল্প অল্প গল্প কথা।