জন্মেও জন্মানো হলনা তার
অগভীর নীলিমায় গন্তব্য হারায়।
মনে কেউ রাখলনা তারে
চিরতার জল বেশ তেতোই লাগে।
শুন্যের ভিড়ে রাস্তা ভরে গেছে
গতি বিধি সব পাল্টে গেছে ।
বোধয় চরিত্রের দোষ ছিল
জন্মেও জন্মানো হলনা তার
রক্তের দল জমাট বাঁধে
চিত্রপটে প্রলেপ আঁকে
সৌজন্য হারায় বিধি
নিঃস্বার্থ অন্ধকারে  
জন্মেও জন্মানো হলনা তারে ।