তোমারে লইয়া রচিনু কখন
                 ভুলের সর্গসম।
  বুঝতে আমার দেরি হয়ে গেল
              ভুলেছিনু নিজের মম।
  স্নেহমমতার প্রাসদ গড়িয়া
               বসায়ে সিংহাসনে,
  ব্যথিত হৃদয় ভুলিতে চাহিত
               হাসিতাম আপন মনে।
ভাবিনাই আমি পর পর বলি
               আত্মজ মনে ভাবি।
কাটিয়েছি কাল হাসি আর গানে
               বিফল এখন সবি।
মমতা বক্ষে কুঠার হানিয়া
               সহসা চলিয়া গেলে,
বক্ষের স্নেহ অশ্রু হইয়া
             কেবল ঝরাইয়া দিলে।
পৃথিবীর সবে আপন ভাবিয়া
             চাহিলাম কোলে নিতে।
আদরে, যতনে বক্ষে তুলিয়া
             ভাঙিল হৃদয় আঘাতে।
ব্যাথা বুকে নিয়ে সদা হেসে থাকি
             যাতনা সহি যে নীরবে,
কারে আর আমি লইব না কোলে
             রহিব যতদিন ধরাতে।