কি করছো তুমি ?
             আমি, ছবি আঁকছি ।
                    কার ?
                  শুন্যতার ।
                 শুন্য কেন ?
যার কেন্দ্র বিন্দু তুমি, আমি তোমার পথভূমি।
             না না এটা ঠিক না,
       আমি তোমার কেন্দ্র হব কেন ?
          তুমি যে আমার আগামী ।
            আচ্ছা এবার দেখো !
                 কি এটা ?
   মেঘ, তোমার হাত ধরেই বৃষ্টি হব আমি।
         না না এতো আকাশ........
        অসীম যেখানে আকাশ নীল
            মেঘমল্লার খেলায়
             বৃষ্টি অর্থবিহীন।।


              ----<>----