আজ তোর পাড়ায় এসেছিলাম
           হয়তো শালিকের বেশে, নির্বাক প্রথিক হয়ে।
                 আজই তোর পাড়ায় এসেছিলাম।


                 আজ তোর পাড়ায় এসেছিলাম
              সমুদ্র উত্তাল, বুক ভরা আশা নিয়ে।
                আজই তোর পাড়ায় এসেছিলাম।


                আজ তোর পাড়ায় এসেছিলাম
             কেতকীর সন্ধানে, দুর্বিসহ স্বপ্ন নিয়ে।
               আজই তোর পাড়ায় এসেছিলাম।


               আজ তোর পাড়ায় এসেছিলাম
   ভুমিকা হীন গল্প নিয়ে, উপসংহার টাই ফিরিয়ে দিলে।
              আজই তোর পাড়ায় এসেছিলাম।


               আজ তোর পাড়ায় এসেছিলাম
      উপমার ডালি হাতে নিয়ে, নম্র ভাবে ছুঁড়ে দিলে।
              আজই তোর পাড়ায় এসেছিলাম।


              আজ তোর পাড়ায় এসেছিলাম
      ভাবনা ভাবিয়ে ছিল বলে, নিয়তির পরিহাসে।
             আজই তোর পাড়ায় এসেছিলাম।


              আজ তোর পাড়ায় এসেছিলাম
     কিঞ্চিত ভালোবাসা নিয়ে, ভালোটাই রয়ে গেল,
             ভালোবাসা কথায় হারিয়ে গেল।
             আজই তোর পাড়ায় এসেছিলাম।


             আজ তোর পাড়ায় এসেছিলাম
     প্রতিবাদী মত্ত্বার নম্র সত্ত্বা নিয়ে, পাইনি দেখা
                কি হবে এসব ভেবে ?
           আজই তোর পাড়ায় এসেছিলাম।


              আজ তোর পাড়ায় এসেছিলাম
       অনুতাপ আর অনুতপের ভাব হয়েছিল বলে।
            আজই তোর পাড়ায় এসেছিলাম।


              আজ তোর পাড়ায় এসেছিলাম
     ভাঙা স্বপ্ন জোড়া দেব বলে, একবার ভেঙে গেলে
               জোড়া হয় সে কেমন করে?
            আজই তোর পাড়ায় এসেছিলাম।


             আজ তোর পাড়ায় এসেছিলাম
  পঙ্গু ঘোড়া হয়ে, ব্যথিত করল হৃদয় নির্বাক ফুটপাতে।
            আজই তোর পাড়ায় এসেছিলাম।


            আজ তোর পাড়ায় এসেছিলাম
     বিবেকের কাছে ছোট হয়ে, মনের কথা শুনে।
            আজই তোর পাড়ায় এসেছিলাম।


            আজ তোর পাড়ায় এসেছিলাম
    পথের ব্যথা কমবে বলে, ব্যথাগাথার সংসারে।
          আজই তোর পাড়ায় এসেছিলাম।


            আজ তোর পাড়ায় এসেছিলাম
        স্তব্দহীন যন্ত্রণা নিয়ে, ব্যক্তিতের অভাব
             অংশীদারে বুঝিয়ে দিলে।
         আজই তোর পাড়ায় এসেছিলাম।


           আজ তোর পাড়ায় এসেছিলাম
  ফিরে আর আসবনা বলে। পত্র পত্রিকার সমারহে।
          আজই তোর পাড়ায় এসেছিলাম।