স্বপ্ননীড়ে এসেছো ধীরে, তুমি কোজাগরী
বসন্তে প্রভাতে মেঘের চাদর গায়ে তুমিই শ্যামাগিরী।
আকস্মিক লাগে, বিভুতি তোমার পিছু টানে
নিরাকার দেহে, বিবেকের বাঁধা দুমড়ে মুচড়ে ভাঙে।


কোমল পরশ খানি মুখমণ্ডল ব্যক্ত করে
শ্রুতির সেপান,  ক্ষতে হৃদয় ভরে ।
অভদ্র হয়ে যখন তোমায় সে শ্রদ্ধা করে
রন্তিম ক্ষণে পেয়েছিল সাড়া জেনে হৃদয় ভরে।


উন্মুক্ত ভেলায় ভেসেছিলেম নিলাচলে
দিক দিগন্তের গোলক ধাঁধায়, প্রেমানুভুতি অবিরলে।
শিশির ভেজায় পাতা বিন্দু যখন আঁকড়ে ধরে
পরিচয় হল বাঁধা, প্রেয়সি যখন প্রশ্ন করে।


জানার ইচ্ছা হইল       অবকাশ
দাড়বাহী নৌকা ফেলে দীর্ঘশ্বাস।
বাঁধা নাহি কুল স্রোতানুকুলে ভাসিয়া চলে
অভদ্র শিকারি হলে আভিজাত্য রসাতলে।


আজি মন প্রানে স্বপ্ন তোমায় খোঁজে
স্বপ্ননীড়ে বাসা বেঁধে সে তোমার পথটি খোঁজে।
তোমার শিকলে বাঁধা পড়ে মোর হইল হাজত বাস
সৃষ্টি তখন বিরল হল, মর্তে ভরে উঠিল প্রেমের লাস।