কুসুম রঞ্জিত বিকশিত প্রানে
ফুটিল কমল হেথায় অদ্রিজা জানে
সাগর পাড়ে বেঁধে ছিনু ঘর
রচিনু আপন কুঠির , হলাম ত্রিভুবনের রথ।


রক্ত মাংস দেহ নাকি পাথর দিয়ে মোড়া
পাষাণ হৃদয় ব্যক্ত হল, বাহারে ফুলের তোড়া।
কতশত বৃক্ষ লইয়া তাদের জীবনও দুঃখ
কত অনাথের মাতা তুমি, হইয়া তাদের রক্ষ ।


আকাশ পানে চেয়ে চেয়ে আঁখি ভরে জলে
মেঘের চাদর জড়ায়, শিল্প নাকি কথা বলে।
দূর থেকে তোমায় দেখি, বলে দিই মনের কথা
বাক্য রুদ্ধ হল আমার, দিলেনা তুমি দেখা।