আর কটা দিন, পয়লা বোশেখ বুঝি?
নব বর্ষ? রাখ না শিকেয় তুলে
ব্যালকনিতে আকাশ-ফালি খুঁজিস


বছর তো দূর, দিন গিয়েছি ভুলে
ঘড়ির কাঁটায়, এঘর, ওঘর, খাটের
রাস্তারা সব  ফুরোচ্ছে চৌকাঠে।


চোখ বুঝলেই দাপিয়ে বেড়ায় খাঁচা
রক্তে কখন টান মেরেছে ছুতো
চৈতালি এই আপদ যদি বাঁচায়


দেখব আবার চাঁদ মুখ বন্ধু তোর
ঘরের মতোই চাঁদ হয়েছে বড়ো
দিন বুড়ো ভাম, চাকবাঁধা রাত গরম।


অনেক হল রাত বাতাসি কামের
গ্রীলের ফাঁকে রৌদ্র, ধুলো ঘরে
হাঁটছি, খাচ্ছি, ভরছি গেলাস রামে


সেও ফুরোলে, কাজ খুঁজি এর পরের
ভাঙছে খোঁয়ার, রাতঘুম সেও তাজা
আর কত দিন, রাজ্য খালি রাজার?


বড়ই নিরেস নীরব লড়াই চলে
মরবে কজন বাঁচবে কজন জানি
মুশকিল আর অসম্ভবের প্রলেপ


লাগিয়ে প্রাণে সামলে থেকো খানিক
বাঁচলে পরে সব কটা দিন নয়া।
পালটিও ফের নব বর্ষের বয়ান।