.       আদিগন্ত মেঘ ভাসানো, আড়ির ফাঁকে কথার বোঝা।
                    হাওয়ায় মিশেল ভুলের ঝাঁঝে,
                     অশ্রু প্রকট চোখের মাঝে,
        বুকটা কাঁপে অবিশ্বাসে, ফুরিয়ে না যায় আসল খোঁজা।


        ভুল বোঝা ঐ ফুলের কলি, বাড়ছে দেখো মিহিন রাগে।
                     সাঁঝ ছুয়ে যায় বাগান জুড়ে,
                      পাবক জ্বালায় হৃদয় পুড়ে,
        খাক হয় যত ভাবনা কোমল, মন সামলে নেওয়ার আগে।


        কেমন করে মুচকি হাসি, লুকিয়ে থাকে চোখের জলে।
                      আঁচল যখন দাঁতের ফাঁকে,
                       মানটা ফোঁসে মিষ্টি নাকে,
        বুঝবি কি রে এসব কথা, ডাক গোয়েন্দা বুঝতে হলে।


        প্রত্যয়টা রাখতে, লাগে জীবনভরে্র সাধন তোয়াজ।
                     পান থেকে চুন খসলে পরে,
                      সুখ কবুতর যায় রে উড়ে,
        থাকতে সময় নাও সামলে, আসল কথা যাই বলে আজ।