আমার ভাষা দূর্বা ঘাসের পাতা
আমার ভাষা বৃষ্টি হয়ে ঝরে,
আমার ভাষা আগুন রোদের ছাতা
ভাষার কোলে ঘুমোই আরাম ঘরে।


আমার ভাষা যোগাচ্ছে প্রাণ বায়ু
এই ভাষাতেই ডেকেছিলাম মা,
এ বোল বলে বাড়ছে পরমায়ু
এর তুলনা কোথাও পাবে না।


এই ভাষাতে স্বপ্ন দেখি রোজ
ঝগড়া, তাও এই ভাষাতেই করি,
প্রথম প্রেমে ভালোবাসার খোঁজ
এই ভাষাতেই ডাকব শেষে হরি।


মাতৃ ভাষা মায়ের আঁচল যেন
আষ্টে পৃষ্ঠে জড়িয়ে শেখায় বাঁচা,
আপন ছেড়ে পরকে খোঁজ কেন
আকাশ ভুলে থাকব কেন খাঁচায়?


আমার ভাষা আমার বুকেই লেখে
মরণ বাঁচন এই ভাষাতেই হোক,
আজ একুশে বলতে পারি হেঁকে
আমিও ভাই বাংলা ভাষার লোক।